এক নজরে DESWA - Defence Ex-soldiers welfare Association Trust

১। ১০ আগস্ট 2009 তারিখে ট্রাস্ট Act 1882 এর আওতায় বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত। রেজি: নং IV-66

৩। উদ্দেশ্য : সরকার, দাতা সংস্থা এবং সদস্যগণের সহযোগিতায় আত্ম-উন্নয়ন, আত্ম-কর্মসংস্থান, স্বদেশ সমৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক, সামাজিক উন্নতি নিশ্চিত করা।

৩। উপ-শাখা সমূহ: সারা দেশে ৮টি বিভাগ, ৫০টি জেলা ২০৫টি উপজেলা কমিটি সস্ক্রিয়ভাবে কাজ করছে।

৪। সম্পদ:
(ক) শ্রদ্ধেয় অনারারি ক্যাপ্টেন মোঃ আব্দুল গফুর কর্তৃক চাঁদপুরে 9 শতাংশ জমি বরাদ্দ যেখানে একটি হসপিটাল বিল্ডিং নির্মিত।

(খ) চাঁদপুরের জেলা প্রশাসক মহোদয় কর্তৃক 12 শতাংশ জমি ৪ কক্ষ বিশিষ্ট একটি বিল্ডিংসহ লীজ প্রদান।

৬। সদস্যগণকে সাহায্য/সহযোগিতা প্রদানঃ সরকার, দাতা সংস্থা এবং বেসরকারি খাত থেকে প্রাপ্ত অর্থ অসচ্ছল সদস্যগণকে প্রদানের কার্যক্রম অব্যাহত আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের কিছু ন্যায্য দাবি উত্থাপন করা আছে, যাহা প্রক্রিয়াধীন।

৭। হিসাব পদ্ধতিঃ ট্রাস্ট অ্যাক্ট এর রেজিস্টার্ড দলিল অনুযায়ী সোনালী ব্যাংক ঢাকা সেনানিবাস শাখার মাধ্যমে এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে সকল হিসাব পরিচালিত হচ্ছে।

৮। সদস্য হওয়ার যোগ্যতাঃ (সৈনিক থেকে অনারারি ক্যাপ্টেন পর্যন্ত)
(ক) প্রাক্তন সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার- ভিডিপি এবং বীর মুক্তিযোদ্ধাগণ।

DESWA TRUST Facebook PAGE : https://www.facebook.com/DESWA123456789/

Post a Comment

0 Comments